কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিদিন একটি আপেল খাবেন যে ১০ কারণে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ২২:১৩

বলা হয়, প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস থাকলে ডাক্তারের কাছ থেকে দূরে থাকা সম্ভব। কথাটি কেবল প্রবাদ নয়, একেবারেই বাস্তব। পুষ্টিগুণে ভরপুর ফলটি নিয়মিত খেলে দূরে থাকা সম্ভব নানা ধরনের জটিল রোগ থেকে। 


কী কী পুষ্টি উপাদান মেলে আপেল থেকে


একটি মাঝারি সাইজের আপেল (২০০ গ্রাম ওজনের) থেকে পাওয়া যায় ১০৪ ক্যালোরি, ২৮ গ্রাম কার্ব, ৫ গ্রাম ফাইবারসহ ভিটামিন সি, পটাশিয়াম এবং ভিটামিন কে। এছাড়া ম্যাংগানিজ, কপার, ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন এ এবং ই এর অন্যতম উৎস আপেল। প্রচুর পরিমাণে পানিও পাওয়া যায় আপেল থেকে। আপেলের খোসাও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। 


যে ১০ কারণে প্রতিদিন খাবেন আপেল



  • ওজন কমানোর কথা ভাব্লে খাদ্য তালিকায় আপেল রাখতে ভুলবেন না। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। ফলে অস্বাস্থ্যকর খাবার খেতে ইচ্ছে করে না।

  • প্রতিদিন একটি আপেল খেলে হৃদরোগের ঝুঁকি কমে। এতে থাকা দ্রবণীয় ফাইবার ও পলিফেনল রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

  • আপেল খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

  • আপেলে পেকটিন নামের এক ধরনের ফাইবার যা অন্ত্রের মাইক্রোবায়োমে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে আপেল। 

  • আপেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমায়।

  • লাংসের জন্য উপকারী আপেল শ্বাসকষ্টের ঝুঁকি কমায়।

  • মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পারে আপেল। 

  • হজমের গণ্ডগোল দূর করতে সাহায্য করে ফলটি।

  • অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন নিয়মিত আপেল খেলে। 

  • খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে আপেল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও