মৌসুম শুরু হতে না হতেই মাঠের বাইরে ডি ব্রুইনা
প্রথম আলো
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১৮:৩৩
চোট যেন পিছু ছাড়ছে না কেভিন ডি ব্রুইনার। গত জুনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে ৩৬ মিনিটেই মাঠ ছাড়তে হয়। সেই চোট কাটিয়ে মাঠে ফিরে আবারও চোটে পড়েছেন এই মিডফিল্ডার। মৌসুমের শুরুতেই ছিটকে গেছেন বেলজিয়ান তারকা। যে চোটে কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে ডি ব্রুইনাকে, জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোট পাওয়ার পর ৬৩ দিন মাঠের বাইরে ছিলেন ডি ব্রুইনা। যদিও মৌসুম শেষ হয়ে যাওয়ায় এই সময়ে খুব বেশি ম্যাচ মিস করেননি, সিটির হয়ে এই সময়ে খেলতে পারেননি মাত্র ৩ ম্যাচ।