সিলেটে ৪ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বার্তা২৪ জৈন্তাপুর প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১৮:৪৭

সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই সামগ্রী জব্দ করা হয়েছে।


শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে বিছনাটেক নামক স্থান থেকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে।


বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র আওতাধীন সারিঘাট এলাকায় চোরাচালান সামগ্রী আটকের জন্য ফাঁদ পেতে অবস্থান নেন বিজিবির একটি টিম।পরে সন্দেহভাজন চোরাচালানের মালামাল বহনকারী একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে সিলেট-তামাবিল মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়।বিজিবি টহল দল ট্রাক তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও কসমেটিক্স পায়। এসময় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ৩ হাজার ৭৭২ পিস এবং কসমেটিকস ৩৮হাজার ৫১৪ পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য সর্বমোট ৪ কোটি ১০ লক্ষ টাকার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও