ট্রেনে বিনা টিকিটে যাত্রা: ভাড়া ও জরিমানা আদায় ১ লাখ ২৭ হাজার টাকা
ছয়টি আন্তঃনগর ট্রেনে ৬৩০ জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে জরিমানা ও ভাড়া বাবদ ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা আদায় করেছে রেলওয়ে। বিনা টিকিটে ভ্রমণের দায়ে এ জরিমানা আদায় করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই ট্রেনে উঠে যাত্রীদের টিকিট চেক করে এ অর্থ আদায় করেন।
ঈশ্বরদী বাইপাস স্টেশনে শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় চলাচলরত বিভিন্ন ট্রেনে ব্লকচেকিং চলে। এ সময় ৬৩০ জন বিনা টিকিটের যাত্রী চিহ্নিত করে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক দল। শনিবার বিষয়টি নিশ্চিত করেন টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১ বছর আগে