কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইলিশের বাজার ‘সুবিধার না’, জোগান বাড়তে পারে যখন

সময়ের হিসাবে এখন ইলিশের ভরা মৌসুম। নিষেধাজ্ঞার পরে সাগরে ইলিশ ধরা শুরুও হয়েছে। কিন্তু ঢাকার বাজারে ইলিশের আক্রা চলছে। সরবরাহ কম হওয়ায় এই মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

জেলেরা বলছেন, মাছ ধরা শুরু হলেও মাছ ধরা পড়ছে কম, ফলে বাজারে ইলিশের সরবরাহও কম। ব্যবসায়ীরাই বলছেন, এ বছরে ইলিশের বাজার নিয়ে তাঁরাও চিন্তিত। কারণ, চড়া মূল্যের কারণে তাঁরা ব্যবসা করতে পারছেন না।

আজ শনিবার রাজধানীর মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব ইলিশের ওজন এক কেজির বেশি, সেগুলোর দাম পড়ছে কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা। আর ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে কেজিতে ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকার মধ্যে। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে। ইলিশের ওজন ৫০০ গ্রাম ছাড়ালেই তার দাম চাওয়া হচ্ছে হাজার টাকা।

ইলিশের সরবরাহ কম থাকায় ছোট আকারের জাটকাও বিক্রি হতে দেখা গেছে। এসব জাটকার দাম এখন কেজিপ্রতি ৫০০ টাকার ওপরে। তবে তাও দরদাম করে নিতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন