You have reached your daily news limit

Please log in to continue


হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০

হাওয়াই দ্বীপের মাউইতে দাবানলে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই রাজ্যের ওই দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসকর্মীরা হাওয়াইয়ের ঐতিহাসিক শহর লাহাইনাসহ বেশ কয়েকটি এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাদের ভাস্যমতে, লাহাইনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই লাহাইনায় প্রতি বছর প্রায় দুই মিলিয়ন পর্যটকের আগমন ঘটে।

কর্তৃপক্ষ কীভাবে দাবানল মোকাবিলা করছে তার একটি বিস্তৃত পর্যালোচনা ঘোষণা করেছেন হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল।

কর্মকর্তারা বাসিন্দাদের সময় মতো সতর্ক করেছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠলে ওই পর্যালোচনা প্রকাশ করা হয়।

উচ্ছেদ হওয়া লাহাইনার বাসিন্দারা জানান, তারা বিশ্বাস করেন যে, তাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে। যদিও ওই অভিযোগ নিশ্চিত করেনি পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন