কোমরব্যথায় করণীয়
কোমরব্যথা রোগটি প্রায় ঘরে ঘরে। বিভিন্ন গবেষণা পর্যবেক্ষণ করে দেখা গেছে, ১০০ রোগীর মধ্যে ৮০ জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে কোমরব্যথায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন কারণে কোমরব্যথা করে থাকে। অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হলোÑ মাংসের দুর্বলতা, বেসঠিক ভঙ্গি, স্ট্রেস ইনজুরি, স্ট্রেইন, স্প্রেইন, ওভারলোডেড ব্যাক পেইন মাসল, গৃহকাজ, ডিস্ক প্রবলেম, অ্যাঙ্কাইলাইজিং স্পনডাইলাইটিস (স্পনডিলোলিসথেসিস), ভিসেরাল প্রবলেম (কিডনি, পিত্তথলির পাথর), স্পাইনাল ডিফরমিটি (স্কোলিওসিস, কাইফোসিস), মাল্টিপল মায়েলোমা, ডিজেনারেশন, ওবেসিটি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, প্রি মেন্সট্রুয়েল সিনড্রম, এন্ডোমেট্রিওসিস, থ্রিয়েটেন্ড অ্যাবরর্জন, মিসক্যারেজ, ইউটেরিন প্রল্যাপস, অস্টোওপরোসিস, ইউরেথ্রাইটিস, প্রেগন্যান্সি, কক্সিগোডাইনা, এমআই জয়েন্ট ডিসফাংশন, হরমোনাল ফ্যাক্টর ও মেন্সট্রুয়াল ক্রাম্পস।
চিকিৎসা : এ রোগের চিকিৎসা শুরুর আগেই রোগের বিস্তারিত ইতিহাস জানা দরকার হয়ে পড়ে। সেই অনুযায়ী রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন করার দরকার হয়। রোগীর শুধু ব্যথা নয়, ব্যথা কীভাবে হলো এবং কোন অবস্থা ব্যথার উপশম হয়, এ ব্যাপারে রোগীর কাছ থেকে ভালোভাবে জানা দরকার।