কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করেই বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে
সর্বশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। সেটাও গত মার্চে, এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।
তবুও বেশ ভালোভাবেই এশিয়া কাপের দলের আলোচনায় ছিলেন তিনি। শেষ অবধি অবশ্য তাকে রাখা হয়নি এই টুর্নামেন্টের স্কোয়াডে। শনিবার সকালে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এরপর দল ঘোষণা নিয়ে নিজের ব্যাখ্যা জানিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদকে না রাখা নিয়ে লম্বা আলোচনা হয়েছে বলে জানান নান্নু। সিদ্ধান্ত এসেছে কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করে, এমনটিও জানান তিনি। প্রধান নির্বাচক বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।