You have reached your daily news limit

Please log in to continue


‘যুক্তরাষ্ট্রে থেকে ঢাকায় নামার আগে ভাড়া করা লোক খবর দেব’

সম্প্রতিক সময়ে শোবিজের দু’একজন তারকারা বিদেশ থেকে দেশে ফিরলে বিমানবন্দরে ভক্ত-অনুরাগীদের ভিড় দেখা যায়। সেইসঙ্গে হাজির হন গণমাধ্যমকর্মীরাও।

বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন এক সময়ের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী।

তিনি মনে করছেন, ভাড়া করে লোক এনে কিছু তারকা নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছেন।

তাদের ব্যঙ্গ করে এই সংগীতশিল্পী বললেন, তিনিও এবার বিমানবন্দরে নামার আগে লোক ভাড়া করবেন ও সংবাদকর্মী, ইউটিউবারদের খবর দেবেন। সামাজিকমাধ্যমে এমন মন্তব্য করেন রবি চৌধুরী।

নিজের ফেসবুকে রবি চৌধুরী লেখেন, আরও একমাস থাকব যুক্তরাষ্ট্রে। ভাবছি ঢাকায় ল্যান্ডিং করার আগে কিছু সাংবাদিক বন্ধু এবং কিছু ইউটিউবারকে খবর দেব, আর কিছু ভাড়া করা লোক। কেমন হবে ব্যাপারটা জানতে পারি? ক্যারিয়ারের ৩৫ বছর চলছে, করিনি কখনো। এখন দেখলাম নিজের ঢোল নিজে পিটায় কিছু কিছু সেলিব্রেটি। এসব আমরা বুঝি, মানুষ এত বোকা না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন