ইউক্রেনকে সহযোগিতা, কংগ্রেসের কাছে আরও ২৪ বিলিয়ন ডলার চাইলো হোয়াইট হাউজ
মার্কিন কংগ্রেসের কাছে ইউক্রেন ও চীনকে মোকাবিলার মতো আন্তর্জাতিক প্রয়োজনে অতিরিক্ত ২৪ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউজ। এর মধ্যে প্রতিরক্ষার জন্য ১৩.১ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত ১১৩ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনের সবচেয়ে বড় তহবিল দাতায় পরিণত হয়েছে দেশটি।
এক মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন, অতিরিক্ত তহবিল ইউক্রেনের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাদ্দ করা মোট সম্পূরক তহবিলকে প্রায় ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয় যাবে। এর মধ্যে সমন্বিতভাবে নিরাপত্তা সহায়তার জন্য ৪৩.৯ বিলিয়ন এবং সামরিক, গোয়েন্দা এবং অন্যান্য প্রতিরক্ষা সহায়তার জন্য ১৮.৪ বিলিয়ন রয়েছে।