You have reached your daily news limit

Please log in to continue


সেই আরাভ খানকে দেশে ফেরানোর উদ্যোগ শুধু মুখে মুখে

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই থেকে ফেরত আনার উদ্যোগ মুখে মুখেই রয়ে গেছে। গত মার্চ থেকে পুলিশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে, তাঁকে ফেরত আনতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবারও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বললেন, আরাভ খানকে দেশে আনার প্রক্রিয়া চলছে। গত ২৫ মার্চও প্রায় একই কথা বলেছিলেন আইজিপি।

এরই মধ্যে গত মে মাসে অস্ত্র আইনের এক মামলায় আরাভকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে থাকা আরাভের বিরুদ্ধে ইতিপূর্বে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির রেড নোটিশের তালিকায় আরাভ খান ৬৩তম বাংলাদেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন