গায়েবি মামলার গায়েবি ককটেল
মাগুরায় বিএনপির লোকজনের বিরুদ্ধে অভিযোগটি ভয়াবহ। কয়েক দিন আগে তাঁরা নাকি তাঁদের সমাবেশ থেকে পুলিশকে হত্যা ও গাড়ি ধ্বংসের উদ্দেশ্যে ককটেল ছুড়ে মেরেছেন। এই অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে, ২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে, অজ্ঞাতনামা আসামি করেছে ২৫০ থেকে ৩০০ জনকে।
এ ধরনের অন্য অনেক মামলার মতো এটিও দায়ের করা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় ও ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৪ ও ৫ ধারায়। দোষী সাব্যস্ত হলে প্রথম আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, দ্বিতীয়টিতে ২০ বছরের কারাদণ্ড। দোষ বিচার অবশ্য পরের কথা, এসব মামলায় শুধু গ্রেপ্তার হলেই জেলে থাকতে হবে কয়েক বছর পর্যন্ত। কারণ, এগুলো জামিন অযোগ্য অপরাধ এবং রাজনৈতিক কারণে করা হয় বলে এসব মামলায় জামিন পাওয়ার নজির নেই বললেই চলে।