নির্বাচননামা: একটি ‘মৃত্যুকালীন জবানবন্দি’
সাবেক নির্বাচন কমিশনার, আমলা, লেখক ও ছড়াকার মাহবুব তালুকদার গত বছরের ২৪ আগস্ট মারা যান। মৃত্যুর পর এ বছরের ফেব্রুয়ারিতে তাঁর লেখা একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম নির্বাচননামা।
নির্বাচনই যে বইটির মূল আলোচ্য বিষয়, নামকরণ থেকেই তা স্পষ্ট। আর মাত্র কয়েক মাস পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে বইটিতে থাকা তথ্য-উপাত্ত-বিশ্লেষণ, নানা ঘটনার বিবরণ এবং লেখকের অভিজ্ঞতার বয়ানগুলো অনেকের কাছে খুবই প্রাসঙ্গিক ও ইঙ্গিতপূর্ণ মনে হতে পারে।
মাহবুব তালুকদার ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি নিয়োগ পান এবং ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ করেন।