বেলারুস-পোল্যান্ড সীমান্তে উত্তেজনা কেন বাড়ছে?
ইত্তেফাক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১১:২৩
বেলারুসের সামরিক হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডের ভেতরে প্রবেশ করার অভিযোগ উঠার পর পোলিশ সরকার তাদের সীমান্তে ১০ হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে।
পোল্যান্ডের সরকার বলছে, রাশিয়ার ভাড়াটে সৈন্যবাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধারা, যারা বেলারুসে অবস্থান করছে, তারা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ছয় সপ্তাহ আগে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এই বাহিনীর যোদ্ধাদের বেলারুসে পাঠিয়ে দেওয়া হয়।