রাঙামাটির নৃগোষ্ঠী ইনস্টিটিউট: অনটনে নিষ্প্রভ আশার বাতিঘর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১০:০৫
দেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ১১টি নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতির তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে রাঙামাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট। শুরুতে বিপুল উদ্যমে কাজকর্ম শুরু হলেও সময়ের সঙ্গে বেড়েছে সীমাবদ্ধতা।
তাতে গতি হারিয়েছে এ ইনস্টিটিউট; বর্তমানে প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে অনেকটা ‘খুঁড়িয়ে’ চলছে ইনস্টিটিউটের কাজ। এমনকি পরিচালক ও সহকারী পরিচালকের চারটি পদও রয়েছে শূন্য।
লেখক আব্দুল সাত্তারকে পরিচালক করে ১৯৭৮ সালে যাত্রা করে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, যার বর্তমান নাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট।
এমনভাবে ইনস্টিটিউটটি নকশা করা হয়েছে যেন, একবার ঘুরে দেখলেই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃগোষ্ঠীগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।