রক্তবর্ণ মানেই ‘চোখ ওঠা’ নয়, ভুল করলেই হারাতে পারেন দৃষ্টিশক্তি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ০৯:৫৯
চোখ হঠাৎ লাল হয়ে রক্তবর্ণ হয়ে গেলে অনেকেই মনে করেন এটা ‘কনজাংটিভাইটিস’ বা ‘চোখ ওঠা’। এরপর নিজেই চিকিৎসক বনে গিয়ে আন্দাজে বা ফার্মেসি থেকে ওষুধ ব্যবহার করেন। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। সবচেয়ে সংবেদনশীল অঙ্গটি নিয়ে আন্দাজে ওষুধ ব্যবহার করা ঠিক নয়। কেননা বড় কোনো ভুল করলেই হারাতে হতে পারে দৃষ্টিশক্তি।
চিকিৎসকরা বলছেন, যদি কারো কনজাংটিভাইটিস হয় তাহলে দুটো চোখই লাল হবে। কিন্তু যদি একটি চোখ লাল হয় এবং চোখে ব্যথা থাকে তাহলে বুঝতে হবে—সমস্যা গুরুতর। এটি হতে পারে ‘ন্যারো অ্যাঙ্গল গ্লকোমা’, ‘আইরাইটিস’ (চোখে বাত) কিংবা শিশুদের অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ।