১৫ আগস্ট সাইবার হামলা হতে পারে: পলক
১৫ আগস্ট বা এর আগে-পরে দেশে সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এটা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
এসময় পলক বলেন, একটা থ্রেট আছে, এটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমরা অনেকখানি নিরাপদ থাকবো। আমরা কিন্তু প্রতিনিয়ত সাইবার হামলা মোকাবিলা করছি।