ইনস্টাগ্রাম মেসেজে সরাসরি পোস্ট শেয়ারের সুবিধা আনল থ্রেডস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ২০:৪২
মেটা প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে ‘সম্ভাব্য লোহার খাঁচায় লড়াই’ নিয়ে ইলন মাস্ক এখনও ডাক্তারের অনুমতির অপেক্ষায় থাকলেও এই দুই ধনকুবেরের কোম্পানিগুলো গ্রাহক বাজারে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাচ্ছে।
মাস্কের সামাজিক মাধ্যম ‘এক্স’কে চ্যালেঞ্জ জানাতে বৃহস্পতিবার নতুন আপডেট চালু করে চলতি লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মেটা। নতুন প্ল্যাটফর্মটি থেকে ইনস্টাগ্রামের বার্তায় পোস্ট শেয়ারিংয়ের, ছবি ও ভিডিও’তে কাস্টম টেক্সটের সুবিধা এবং ‘মেনশন’ নামের নতুন বাটন চালুর ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।
‘সেন্ড অন ইনস্টাগ্রাম’ নামের নতুন অপশনে থাকা ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে থ্রেডসের বিভিন্ন পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম বার্তায় পাঠানো যাবে।