একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা স্বাস্থ্য ঝুঁকির কারণ
গবেষণা বলছে, একাকিত্ব বোধ বা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকলে অকাল মৃত্যুর ঝুঁকি অতিমাত্রায় বাড়তে পারে।
‘নেচার হিউম্যান বিহেইভিয়ার জার্নাল’য়ে প্রকাশিত গবেষণা পত্র অনুসারে সামাজিক বিচ্ছিন্নতা ও একাকিত্বের সঙ্গে অকল মৃত্যু হওয়ার মধ্যে সম্পর্কে রয়েছে। তবে এর ফলাফল বিতর্কিত।
কারণ সম্পর্কে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্কের ‘স্টনি ব্রুক ইউনিভার্সিটি’র মনোবিজ্ঞান বিভাগের ‘ইন্টেগ্রেটিভ নিউরোসায়েন্স’য়ের অধ্যাপক তুরহার ক্যানলি বলেন, “একটি নির্দিষ্ট দল বা অঞ্চলের ওপর গবেষণা করায় এই বিতর্ক হতে পারে।”
নতুন এই গবেষণা পত্রে ৯০টি পর্যবেক্ষণের একটা ‘মেটা’ বিশ্লেষণ করা হয়; যা ২০ লক্ষেরও বেশি প্রাপ্তবয়স্কদের মধ্যে একাকিত্ব, সামাজিক বিচ্ছিন্নতা ও প্রাথমিক মৃত্যুর সংযোগের তথ্য নিয়ে পরীক্ষা করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের বিভিন্ন জায়গায় ছয় মাস থেকে ২৫ বছর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছিল।
যারা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন তারা অন্যদের তুলনায় ৩২ শতাংশ অকালে মৃত্যুর ঝুঁকিতে পড়েছেন। অন্যদিকে যেসব অংশগ্রহণকারী একাকিত্ব বোধ করছেন বলে জানিয়েছেন, অন্যদের তুলনায় তাদের মধ্যে ১৪ শতাংশ তাড়াতাড়ি মারা গিয়েছেন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- একাকিত্ব