কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে হড়কা বানে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১৯:১৩

চীনের উত্তরপশ্চিমাঞ্চলের একটি পার্বত্য এলাকায় হড়কা বানের কবলে পড়ে সাতজনের একটি দলের তিনজনের মৃত্যু হয়েছে এবং দুইজন নিখোঁজ রয়েছেন।


বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে গানসু প্রদেশের পার্বত্য এলাকায় ঘটনাটি ঘটে।


দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, ঝড়ের সতর্কতা জারির খবর শুনে ওই সাতজন পাহাড়ি এলাকায় একটি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন, মধ্যরাতের পর তারা হড়কা বানের কবলে পড়েন। তারা সবাই দৌঁড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও মাত্র দুইজন রক্ষা পান।


এর আগেরদিন বুধবার চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে এক সংরক্ষিত জলাভূমি এলাকার এক সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার সময় বাঁধ থেকে নেমে আসা পানির ঢলে সাত পর্যটক ভেসে যান। সাতজনেরেই মৃত্যু হয়। 


৩০ জুন আরেক ঘটনায় দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে জলাভূমি এলাকার একটি ক্যাম্প সাইটে হড়কা বানে ২৭ বছর বয়সী এক নারী নিখোঁজ হন এবং তার বন্ধুর মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও