মস্কো ও ক্রিমিয়ায় হামলার চেষ্টা ইউক্রেনের, ১৩টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
প্রথম আলো
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১৫:৩৩
মস্কো এবং দখলকৃত ক্রিমিয়ায় হামলার উদ্দেশ্যে পাঠানো ১৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরের কাছে দুটি ড্রোন ধ্বংস করেছে বিমানবাহিনী। ৯টি ড্রোন আটকে দেওয়ার পর সেগুলো কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে।
মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে মস্কো অঞ্চলের ওদিনৎসোভো জেলায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আজ চালকবিহীন বিমান ব্যবহার করে কিয়েভ সরকারের চালানো সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে।’ এ হামলার কারণে কোনো প্রাণহানি হয়নি বলেও নিশ্চিত করেছে তারা।