![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F3e6fd158-0e1c-4574-900d-367de6d89073%252F5c88dfc9-2103-4d7b-9286-356d7d42fb92.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
এবার চীনের প্রযুক্তি খাতে বিনিয়োগে আংশিক নিষেধাজ্ঞা, বাইডেনের নির্বাহী আদেশ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার এক নির্বাহী আদেশে সই করে প্রযুক্তি খাতের কিছু স্পর্শকাতর ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর চীনে বিনিয়োগ নিষিদ্ধ করেছেন। মূলত কম্পিউটার চিপ নির্মাণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সরকারকে আগেভাগে জানাতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা বহুল প্রতীক্ষিত ছিল। এই নির্বাহী আদেশের বলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী প্রযুক্তিবিষয়ক তিনটি খাতে চীনে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ ও সীমিত করতে পারবেন। সেই খাতগুলো হলো সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিকস, কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজিস ও কৃত্রিম বুদ্ধিমত্তা।
মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, এই সীমাবদ্ধতা মূলত উল্লিখিত তিনটি উপখাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে তারা কিছু বলেনি। এ বিষয়ে অবশ্য মানুষ মতামত দিতে পারবে।