চলন্ত গাড়িতে রিলস বানিয়ে ১ লাখ টাকা জরিমানা
ভারতের উত্তরপ্রদেশের বরেলির দুই যুবক চলন্ত গাড়ির উপর দাঁড়িয়ে রিলস বানানোর অভিযোগে তাদের ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটছে দু’টি কালো রঙের এসইউভি গাড়ি। হঠাৎই সেই চলন্ত গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে দুই যুবককে।
গাড়ির গতি আরও বাড়িয়ে চলন্ত অবস্থায় গাড়ির বনেটে উঠে কখনও দু’হাত ছড়িয়ে, কখনও আবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য রিলস বানাতে দেখা যায়। ওই দু’টি এসইউভি গাড়ির আগে ছিল আরও একটি গাড়ি। সেখান থেকে দুই যুবকের ভিডিও করা হচ্ছিল।
রাস্তা দিয়ে যাওয়া এক পথচারী দুই যুবকের সেই ভিডিও উত্তরপ্রদেশ পুলিশকে টুইটে ট্যাগ করেন। এই ধরনের ঘটনা আটকানোর অনুরোধ জানান সেই পথচারী। সেই অভিযোগ পাওয়ার পর এবং ভিডিওটি খতিয়ে দেখে গাড়ির নম্বরপ্লেট চিহ্নিত করে পুলিশ। তার পরই ১ লাখ টাকা জরিমানা করা হয় অভিযুক্ত দুই যুবকের।