You have reached your daily news limit

Please log in to continue


‘রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না’

গত বছরের আজকের এই দিনে পরীমণির কোলজুড়ে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। দেখতে দেখতে এক বছর পূর্ণ করল পরীর পদ্ম। দিনটি ঘিরে উদযাপনের প্রস্তুতি রয়েছে পরীমণির। একা হাতে সবকিছু সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।

ছেলের প্রথম জন্মদিনের আনন্দ পুরোটাই উপভোগ করতে চান পরীমণি। চান না, অন্যকোনো আনন্দের সংবাদ এই দিনে ভাগাভাগি করতে। তাই তো সিনেমায় ফেরার ঘোষণা একটু রয়েসয়ে দিতে চাচ্ছেন তিনি।

জানা গেছে, ওজন কমিয়ে শিগগিরই সিনেমায় ফিরছেন পরীমণি। কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে। সেই ঘোষণা আসতে পারে আজ, পরীর সন্তান রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে। বলতে পারেন, মোটামুটি চূড়ান্ত। কিন্তু এখনই বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি এখনো। কারণ, এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন