জেনে নিন গাছে কলম করার পদ্ধতি
প্রথম আলো
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৮:০২
অনেকে এই সময় গাছের কলম করে নিজে লাগান, অন্যকে উপহার দেন। কলম কয়েক ধরনের হতে পারে। দাবা কলম, ছেদ কলম, জোড় কলম, গুটি কলম ইত্যাদি। কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় জানান, বাড়িতে সহজেই আমরা গুটি কলম করতে পারি। এই পদ্ধতিতে একটি গাছে একই ধরনের নতুন আরেকটি চারা উৎপাদন করা যাবে। উপযুক্ত সময় জুন-আগস্ট। জবা, লেবু, পেয়ারা, কামিনী, টগর, রঙ্গনগাছে গুটি কলম করা যায়। পাশাপাশি কৃত্রিম উপায়ে এক উদ্ভিদের শাখা কেটে নিয়ে অন্য উদ্ভিদে সংযোজন করা যায়, এতে একটি ফুলের গাছে নানা রঙের ফুল আনা সম্ভব।