![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252Fad3ee715-65bb-4ada-bea1-79eb8f6facaa%252F2023_07_08T165213Z_537631511_UP1EJ781AUZHF_RTRMADP_3_CRICKET_TEST_ENG_AUS.JPG%3Frect%3D0%252C0%252C2350%252C1234%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
‘ভারতের স্টোকসের মতো ক্রিকেটার দরকার’
প্রথম আলো
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৮:০২
প্রায় পাঁচ বছর হলো টেস্ট খেলেন না হার্দিক পান্ডিয়া। সম্প্রতি ভারত টেস্টে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে শার্দূল ঠাকুরকে, তবে তিনি মূলত বোলিং অলরাউন্ডারই। টেস্টে ভারতকে আরও সফল হতে গেলে বেন স্টোকস বা ক্যামেরন গ্রিনের মতো একজন অলরাউন্ডার লাগবে বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন। বিশেষ করে দেশের বাইরে এমন একজন পেস বোলিং অলরাউন্ডার ভারতের দরকার, হুসেইন বলেছেন এমন।
সর্বশেষ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও ভারত জিততে পারেনি একটিও—নিউজিল্যান্ডের পর সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের মাটিতে হেরেছে তারা। দেশের বাইরে সর্বশেষ দুটি সিরিজ—ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে সফল হয়েছে ভারত। তবে এর বাইরে দেশের বাইরে ভারতের পারফরম্যান্স ভালো–মন্দ মিলিয়েই।