মগ্নচড়ায় রাখা জাহাজ উত্তাপ ছাড়াচ্ছে চীন, ফিলিপিন্সের মধ্যে

বিডি নিউজ ২৪ ফিলিপাইন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৬:২২

মালিকানা নিয়ে বিতর্ক থাকা দক্ষিণ চীন সাগরের একটি মগ্নচড়ায় ফিলিপিন্সের স্থাপন করা পুরনো একটি যুদ্ধজাহাজ নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তাপ সৃষ্টি হচ্ছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাগরটিতে ফিলিপিন্সের একান্ত অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অবস্থিত সেকেন্ড টমাস শোল (দ্বিতীয় টমাস মগ্নচরা) যা চীনে রেনাই প্রবাল প্রাচীর ও ফিলিপিন্সে আইইউগিন নামে পরিচিত, সেখানে সিয়েরা মাদ্রে নামের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি পরিত্যক্ত যুদ্ধজাহাজ স্থাপন করেছে ম্যানিলা যেটিকে তারা সামরিক চৌকি হিসেবে ব্যবহার করছে।


ওই মগ্নচড়ার ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জোরদার করতে ম্যানিলা ১৯৯৯ সালে সচেতনভাবে জাহাজটিকে সেখানে রেখে দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও