বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে বোল্ট

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৫:০৪

আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড দল। এই সফরে দুই দল ৪টি ওয়ানডে খেলবে।


এই সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।


পরিবারকে বেশি সময় দিতে এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে খেলার সুবিধার্থে গত আগস্টে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে যান বোল্ট। তবে এবার জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন তিনি।  


২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ কিউইদের ওয়ানডে দলে দেখা গেছে বোল্টকে। আর তিনি সর্বশেষ খেলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ক্রিকেটে।  


বোল্ট ছাড়াও ইনজুরি কাটিয়ে ফেরা পেসার লকি ফার্গুসনকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। তবে জুনে অস্ত্রোপচার করানোর পর এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় জায়গা হয়নি অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলের।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও