কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নাই: দুদু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৪:৩৬

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন ও গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বন্দুকের জোড়ে। আবারও বন্দুকের জোড়ে ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনের সঙ্গে তাদের কোনও সর্ম্পক নাই, গণতন্ত্রের সঙ্গেও নাই।


বুধবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতন্ত্র জোট আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিল এবং এক দফা দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।


উগান্ডার, নাইজেরিয়ার, উত্তর কোরিয়ার সঙ্গে শেখ হাসিনার গণতন্ত্রের মিল আছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, এতদিনে সবাই জেনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য যা যা করা দরকার বিএনপি ও বিরোধী দল করবে। এটা আপনারা (আওয়ামী লীগ) মাথায় রাখেন, তাহলে ভালো হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও