You have reached your daily news limit

Please log in to continue


জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ

জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে বি এম কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী মানববন্ধন হয়েছে। 

বুধবার (৯ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজ জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে ‘ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসন করার' দাবিতে প্রতিবাদী এ মানববন্ধন কর্মসূচি হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সদস্য মিনহাজুল ইসলাম ফারহান।

এ সময়ে বক্তারা বলেন, ব্রজমোহন কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপলাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারিসহ সব মানুষ। একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন