আ. লীগকে প্রতিহত করা এখন জাতীয় দাবি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা, এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।’ আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
‘মানুষকে জিম্মি করে বিএনপি আন্দোলন করছে’— প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা সচেতনভাবে সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করেছি। কিন্তু আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি কর্মসূচিতেই আমাদের বাধা দিয়েছে। আমরা যেদিন কর্মসূচি দিয়েছি, সেদিন তারাও কর্মসূচি দিয়েছে। কর্মসূচির তারিখ বদল করলে তারাও বদল করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘কতটা প্রতিহিংসাপরায়ণ হলে, কতটা ভয় পেলে তারা এ ধরনের কাজ করতে পারে! আসলে আওয়ামী লীগ অত্যন্ত ভীত, ভীতসন্ত্রস্ত। যদি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে এরা (আওয়ামী লীগ) নিশ্চিহ্ন হয়ে যাবে।’