টানা ১৩ ঘণ্টা জাগলিং

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ০৭:৩২

জাগলিং তথা হাতের কসরত দেখতে অনেক মজার ও সহজ মনে হলেও এটি কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রমের ফল। এ কসরতে বাতাসে থাকা বস্তুগুলোকে ধরতে হয় ও হাতে থাকা বস্তু বাতাসে ছুড়তে হয়। আর টানা ১৩ ঘণ্টার বেশি এ কঠিন কাজ করে গিনেস রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ।


রাশ এবারই প্রথম গিনেস রেকর্ড গড়েছেন, এমন নয়। আইডাহোর এই বাসিন্দার আড়াই শতাধিক গিনেস রেকর্ড আছে। তবে এবারের রেকর্ডটি সবচেয়ে কঠিন ছিল, বলছেন রাশ।


তিনটি বস্তু (বল) নিক্ষেপের এই জাগলিংয়ের রেকর্ড গড়তে ১৩ ঘণ্টা ১০ মিনিট ২ সেকেন্ড সময় নিয়েছেন রাশ। চতুর্থবারের চেষ্টায় তিনি এই রেকর্ড গড়েন। এর আগের রেকর্ডটি ছিল ১২ ঘণ্টা ৫ মিনিটের। ২০০৯ সালে ওই রেকর্ড গড়েছিলেন ডেভিড স্লিক নামের এক ব্যক্তি।






সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও