লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সেনা মোতায়েন
ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ আটকের অভিযোগ তুলে লোহিত সাগরে তিন হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইরান ওয়াশিংটনের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে। খবর- এএফপি
মার্কিন পঞ্চম নৌবহর বিবৃতিতে জানায়, পূর্বঘোষিত সেনা মোতায়েনের অংশ হিসেবে গত রোববার মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা সুয়েজ খালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে লোহিত সাগরে প্রবেশ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, ওয়াশিংটন তার নিজ স্বার্থেই এসব সেনা মোতায়েন করেছে। এ অঞ্চলে মার্কিন সরকারের সামরিক উপস্থিতি কখনো নিরাপত্তা তৈরি করেনি। এ অঞ্চলে স্বার্থ হাসিলে তারা সব সময় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় মদদ দিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সেনা মোতায়েন
- মার্কিন সেনা