নেই মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট, বান্দরবান এখনও নিমজ্জিত
কয়েক দিনের টানা বর্ষণে বান্দরবান শহর প্লাবিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রোববার রাত থেকে বিদ্যুতের পাশাপাশি নেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট।
মঙ্গলবার দুপুরে জেলার সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর জেলা প্রশাসক কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, ফায়ার সার্ভিস, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল কার্যালয়, নির্বাচন কমিশন অফিস, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে হাঁটু পানিতে তলিয়ে আছে।