বোর্ড মিটিং করেও এশিয়া কাপের অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি
চলতি মাসের ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের আগেই রাগ আর অভিমানে গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।
তাই আসন্ন এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল নির্বাচনের আগেই অধিনায়ক নির্বাচনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক নির্বাচনের জন্য মঙ্গলবার বোর্ড মিটিং করেছেন বিসিবির কর্তাব্যক্তিরা।
মিটিং শেষে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, সম্ভাব্য অধিনায়ক হওয়ার মতো যারা আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সাথে আমাদের সরাসরি বসতে হবে। তাদের দাবি-দাওয়া থাকলেও শুনতে হবে।
তিনি আরও বলেন, আজকের সভায় অধিনায়ক নির্বাচনের বিষয়টি বোর্ডের সব সদস্য বিসিবি সভাপতিকে দায়িত্ব দিয়েছেন। তিনি সম্ভাব্য যারা আছে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আশা করি দুই একদিনের মধ্যেই অধিনায়ক চূড়ান্ত করবেন।