![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/08/08/city-bank.jpg)
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে সিটি ব্যাংক
ডিজিটাল ব্যাংকে ২৭ কোটি ৭৮ লাখ টাকা বিনিয়োগ করতে যাচ্ছে সিটি ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও একটি টেলিকম কোম্পানির সমন্বয়ে একটি কনসোর্টিয়াম গঠন হতে যাচ্ছে। ওই কনসোর্টিয়ামের সদস্য হওয়ার অনুমোদন দিয়েছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ।
সিটি ব্যাংক সর্বোচ্চ ২৭ কোটি ৭৮ লাখ টাকা বিনিয়োগ করে স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার পরিকল্পনা করছে, যা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১২ শতাংশ।