ব্লক এড়াতে জেড–লাইব্রেরি আনল ব্রাউজার এক্সটেনশন
যুক্তরাষ্ট্রে ব্লক বা নিষিদ্ধ হওয়াসহ কড়াকড়ির আশঙ্কায় সর্তকতামূলক পদক্ষেপ নিচ্ছে চুরি করা ই–বুকের ভান্ডার জেড–লাইব্রেরি। কুখ্যাত এই পাইরেট ই-বুক রেপোজিটরি নতুন ব্রাউজার এক্সটেনশন চালু করেছে, যা এর মূল সাইটে ঢুকতে বাধা এলে ব্যবহারকারীকে ‘রিডাইরেক্ট’ করে জেড–লাইব্রেরির বিকল্প ডোমেইনে নিয়ে যাবে। টরেন্টফ্রিক নামের এক ব্লগে এমন তথ্য দিয়েছে।
নতুন ব্রাউজার এক্সটেনশনটি ক্রোম ও ফায়ারফক্সে পাওয়া যাচ্ছে। জেড–লাইব্রেরি দাবি করছে, নির্বিঘ্ন ও ঝামেলা মুক্তভাবে এই এক্সটেনশনটি ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন চালুর পর পরই হাজার হাজার ব্যবহারকারী এটি ইন্সটল করে।
জেড–লাইব্রেরির ‘ফাইন্ডার এক্সটেনশন’র মাধ্যমে সাইটের বিকল্প ডোমেইন খোঁজা সহজ হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের এখন লিংকের মাধ্যমে ম্যানুয়ালি বিকল্প ডোমেইন খুঁজতে হবে না। ব্রাউজারে এক্সটেনশন চালু করলে বিকল্প ডোমেইন স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরির হোমপেজে নিয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ওয়েব ব্রাউজার
- ব্লক