সঙ্গী অন্য কাউকে ‘চুম্বন’ করলে জানিয়ে দেবে ‘এআই’

চ্যানেল আই প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১৫:২৪

তথ্যপ্রযুক্তি থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই ‘এআই’ তার দক্ষতার প্রমাণ দিয়েছে। এবার ব্যক্তিগত জীবনেও ভাগ বসাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সঙ্গী আপনাকে ছাড়া অন্য কাউকে ‘চুম্বন’ দিচ্ছেন কিনা তা জানা যাবে ‘এআই’র মাধ্যমে।


মঙ্গলবার ৮ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সঙ্গী তাকে ঠকাচ্ছেন কি না, তা জানার জন্যে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন আমেরিকান এক তরুণী।


প্রমাণ রাখার জন্যে গোটা ঘটনাটি ভিডিও করে রাখেন ডিয়ো নামের তরুণী। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতেই সাড়া পড়ে যায়।


সমাজমাধ্যম প্রভাবী এবং আমেরিকার বাসিন্দা ডিয়ো জানান, এআই বিশেষ প্রযুক্তির সাহায্যে তিনি তার পুরুষ সঙ্গী বিলির গলা নকল করে রেকর্ড করে রাখেন। বিলির ফোনে অচেনা এক নারীর ফোন আসতেই ডিয়ো তার সঙ্গীর স্বর নকল করা রেকর্ডিং চালিয়ে দেন এবং কথা প্রসঙ্গে জানতে পারেন বিলি গত রাতে সেই নারীর সাথেই ছিলেন এবং তাকে চুম্বন করেছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও