You have reached your daily news limit

Please log in to continue


এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন: শাহবাগ থেকে ৬ শিক্ষার্থীকে আটকের অভিযোগ

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করতে আসা ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করারও অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা।  শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরতদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে সেখান থেকে ছয়জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।  তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, সাত-আটজনকে আটক করা হয়েছে।

এ দিকে শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘এরা শিক্ষার্থী কি না—এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন