জেলেনস্কিকে হত্যার রুশ চক্রান্ত নস্যাতের দাবি ইউক্রেনের
ইউক্রেনের প্রেসিডেন্টের গতিবিধি ও অবস্থান সম্পর্কে রুশদের তথ্য দিয়ে সহায়তার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের দাবি, এই নারী ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চক্রান্তে রুশদের সহায়তা করছিলেন।
আজ মঙ্গলবার রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) সোমবার এ বিষয়ে একটি ঘোষণা দেয়।
সন্দেহভাজন নারী নিকোলায়েভ অঞ্চলের বন্দরনগরী ওচাকভের বাসিন্দা। তিনি একটি সামরিক সরবরাহ কেন্দ্রে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। এসবিইউ জানিয়েছে, 'হামলাকারীদের' কাছে গোয়েন্দা তথ্য পাচার করার সময় তাকে 'হাতেনাতে' ধরা হয়।
সন্দেহভাজন নারীর একটি ব্লার করা ছবি প্রকাশ করেছে এসবিইউ। ছবিতে একটি রান্নাঘরে মুখোশ পরিহিত কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তারের দৃশ্য দেখা যায়। ফোনের মেসেজ ও হাতে লেখা বার্তাও প্রকাশ করেছে সংস্থাটি।