প্রথমবার ‘গোল্ডেন ডাক’ হৃদয়ের

চ্যানেল আই শ্রীলঙ্কা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১০:৫৯

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এ ম্যাচটি হয়তো ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফেরেন বাংলাদেশি ব্যাটার। প্রথম বলে আউট হয়ে প্রথমবার গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ পান ২২ বর্ষী ক্রিকেটার।


এলপিএলে সোমবার ডাম্বুলা অরার বিপক্ষে ১৩৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানেই থামে হৃদয়দের জাফনা কিংস। টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার হারের স্বাদ পেল জাফনা।


আগের ম্যাচগুলোতে বেশ ভালো ব্যাটিং করেছিলেন হৃদয়। প্রথম ম্যাচে তিনি খেলেন ৩৯ বলে ৫৪ রানের ইনিংস। পরের ম্যাচে করেন ২০ বলে ২৪ রান। সাকিব আল হাসানের গল টাইটান্সের বিপক্ষে ২৩ বলে ৪৪ রানের ঝড় তোলেন হৃদয়। বি-লাভ ক্যান্ডির বিপক্ষে তিনি ১৯ রান করেন ২২ বলে।


তবে ডাম্বুলা অরার সামনে আলো ছড়াতে পারেননি টাইগারদের এই স্টাইলিশ ব্যাটার। ৬২ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবার শূন্য রানে আউট হলেও প্রথমবার গোল্ডেন ডাকের অভিজ্ঞতা পেলেন হৃদয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও