ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, চলতি বছরেই ১৮০০ প্রাণহানি
উত্তর আফ্রিকায় জাহাজ ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এটি তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি ডুবে যায়। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।
উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীরা তিউনিসিয়াকে একটি অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ গন্তব্য পৌঁছাচ্ছে। বেশিরভাগই আটক হচ্ছে, অনেকে জাহাজ বা নৌকাসহ ডুবে মারা যাচ্ছেন।
তিউনিসিয়ায় (৬ আগস্ট) রবিবারের দুর্ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় ৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিবাসীবাহী নৌকাডুবি