পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

সমকাল পাকিস্তান প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০৯:০১

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, এ বছর নভেম্বরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে নতুন আদমশুমারির কাজ শুরু হওয়ায় ভোট পিছিয়ে আগামী বছরের মার্চে হতে পারে। এছাড়া পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণ করতে হবে।


সোমবার পাকিস্তানের জিও নিউজ টিভির এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আদমশুমারি সম্পন্ন এবং নতুন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে ভোট হবে। খবর জিও নিউজের 


সানাউল্লাহ বলেন, 'আমার মতে, নতুন সীমানা নির্ধারণ করা সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী একটি আদমশুমারির ভিত্তিতে দুটি সাধারণ নির্বাচন হতে পারে না। সেজন্য সংবিধান মেনে নতুন নির্বাচনী সীমানা নিধারণ এবং শুমারি প্রয়োজন।' 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও