কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১০ হাজার ৮০০ কোটি টাকার ব্যবসা করল ‘বার্বি’

বার্তা২৪ প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০৭:৩০

মুক্তি পাওয়ার ১৭ দিনের মাথায় ১০০ কোটি ডলারের ব্যবসা করে ফেলেছে গ্রেটার ‘বার্বি’। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। সিনেমার পরিবেশক বলেছেন, বক্স অফিসে সিনেমাটি যে এরকম সাফল্য পাবে তা কেউই ভাবেননি।


ওয়ার্নার ব্রাদার্সের তরফে রোববার জানানো হয়েছে, 'আড়াই সপ্তাহের মধ্যেই ‘বার্বি’ একশ কোটি ডলারের ব্যবসা করে ফেলেছে। তার মধ্যে ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে অ্যামেরিকা ও ক্যানাডায়। বাকিটা বিশ্বের অন্য দেশে।'


‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’-এর পর গ্রেটার তৃতীয় ছবি ‘বার্বি’। ‘বার্বি’ ছবিতেও পর্দায় ফুটে উঠেছে গ্রেটার নারীবাদী মননের ছাপ। ছবির মাধ্যমে পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারীবাদের পাঠ পড়িয়েছেন গ্রেটা। গুরুগম্ভীর জ্ঞান বিতরণের বদলে সহজ-সরল ভাষায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। তার উপরে, ছবির জন্য গ্রেটা বেছে নিয়েছিলেন ‘বার্বি’র মতো এক বহুলচর্চিত চরিত্রকে, নারীদের কিশোরী থেকে তরুণী হয়ে ওঠার যাত্রায় যার প্রভাব বিতর্কিত হলেও তা উপেক্ষা করা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও