কক্সবাজারে পাহাড়ধসে মা-মেয়েসহ নিহত ৪

জাগো নিউজ ২৪ কক্সবাজার সদর প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ২২:৩৬

কক্সবাজারে পৃথক স্থানে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও চকরিয়া উপজেলার পূর্ব ভিলিজার পাড়ায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিম আক্তার (২)। বাকি দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার বরইতলী ইউনিয়নের পূর্ব ভিলিজার পাড়ায় পাহাড়ধসে একটি মাটির ঘরের দেওয়ালে পড়ে। এতে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও