You have reached your daily news limit

Please log in to continue


উত্তর কোরিয়ার হ্যাকারদের খপ্পরে শীর্ষ রুশ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি

উত্তর কোরিয়ার হ্যাকারদের একটি এলিট গ্রুপ সম্প্রতি গোপনে রাশিয়ার এক শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছে। গতবছর অন্তত পাঁচ মাস ধরে চলেছে এই হ্যাকিং।

নিরাপত্তা গবেষকদের বিশ্লেষণ এবং বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা প্রযুক্তিক কিছু তথ্য-প্রমাণে এমনটি দেখা গেছে।

রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, সাইবার গুপ্তচরদের দলের সঙ্গে উত্তর কোরিয়া সরকারের সংশ্রব আছে। নিরাপত্তা গবেষকরা বলছেন, স্কারক্রাফট এবং ল্যাজারাস নামের সাইবার-গপ্তচর দল মস্কোর উপকণ্ঠে ছোট্ট শহর রিউকোভে রকেট ডিজাইন ব্যুরো ‘এনপিও ম্যাশিনোসস্ট্রোয়েনিয়া’- এর সিস্টেম হ্যাক করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন