You have reached your daily news limit

Please log in to continue


আবাহনীতে আরও দুই ব্রাজিলিয়ান

এএফসি কাপকে সামনে রেখে আবাহনী লিমিটেডে এখন বিদেশি ফুটবলারদের মেলা বসেছে। সবশেষ দুই  ব্রাজিলিয়ান ফুটবলার যুক্ত হয়েছেন। সব মিলিয়ে ১০ জন ফুটবলার আকাশী নীল জার্সিধারিদের তাঁবুতে অনুশীলন করে যাচ্ছেন।আগামী ১৬ আগস্ট এএফসি কাপে বাছাইয়ে মালদ্বীপ ঈগলসের বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে লড়বে আবাহনী।

এবার একাদশে ৬ বিদেশি খেলোয়াড় খেলানো যাবে। তাই সুযোগটা নিতে চাইছে  স্বাগতিকরা।এমনিতে ডিফেন্ডার ইউসেফ ও ফরোয়ার্ড এমেকা ওগবাহ আছেন। পাশাপাশি শেখ জামাল থেকে ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট, মোহামেডান থেকে মিডফিল্ডার মুজাফফরভ ও ফর্টিস থেকে ডেনিলোকে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম আবাহনীতে খেলা দুজন আক্রমণভাগের খেলোয়াড় ওজুকু ডেবিড ও মোস্তফা রয়েছেন।সবশেষ দুই ব্রাজিলিয়ান ফুটবলারও দলের সঙ্গে অনুশীলন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন