![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/08/online/facebook-thumbnails/Untitled-2-samakal-64d0c50d147a8.jpg)
টিভি নাটকে আমাকে অভিনয়ের জন্য ডাকে না: ইন্তেখাব দিনার
সমকাল
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১৬:৩১
অভিনেতা ইন্তেখাব দিনার। সাম্প্রতিক সময়ে দেশের যে কয়েকজন অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করছেন তাদের মধ্যে তিনি অন্যতম। যেকোন চরিত্র তিনি ফুটিয়ে তোলেন অত্যন্ত সবালীলভাবে।
সম্প্রতি নিজের কাজসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে।আপনার অভিনীত ‘সাড়ে ষোল’ সিরিজটি মুক্তি পাচ্ছে। এতে আপনার চরিত্র কেমন?‘সাড়ে ষোল’ আগামী ১৭ আগস্ট হইচইয়ে মুক্তি পাচ্ছে। এখানে আমাকে দেখা যাবে কর্পোরেট ম্যানেজার হিসেবে। দারুণ একটা চ্যালেঞ্জিং চরিত্র। আমার বিশ্বাস দর্শকদেও চরিত্রটি পছন্দের হবে।সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন। এটার জন্য কি আলাদা প্রস্তুতি থাকে?আমি সাধারণত পরিচালকের ওপর বেশি নির্ভর করি।