You have reached your daily news limit

Please log in to continue


১০০-২০০ নয়, বক্স অফিসে ৮ হাজার ৩০০ কোটির ব্যবসা! প্রথম মহিলা পরিচালিত ছবি হিসাবে নজির ‘বার্বি’র

২১ জুলাই, ২০২৩। চলতি বছরে সিনেপ্রেমীদের ক্যালেন্ডার এ এক অতি গুরুত্বপূর্ণ তারিখ। সেই দিনেই যে মুক্তি পেয়েছে তাবড় দু’টি ছবি। এক দিকে হলিউডের নামজাদা পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’।

অন্য দিকে, গ্রেটা গারউইগ পরিচালিত ছবি ‘বার্বি’। নোলানের নাম শোনেননি, বা তাঁর কাজ সম্পর্কে অবহিত নন— আজকালকার দিনে এমন সিনেপ্রেমীর সংখ্যা বেশ নগণ্য। নোলানের ছবি আত্মীকৃত হোক বা না হোক, হুজুগে গা ভাসাতেও শামিল হন দর্শক। অন্য দিকে, রয়েছেন গ্রেটা গারউইগ, সিনেমার জগতে যাঁর পরিচিতি আদ্যোপান্ত নারীবাদী হিসাবে। ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’-এর পর গ্রেটার তৃতীয় ছবি ‘বার্বি’। ‘বার্বি’ ছবিতেও পর্দায় ফুটে উঠেছে গ্রেটার নারীবাদী মননের ছাপ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন