হিলি দিয়ে এলো আরও ৮৮ হাজার কেজি কাঁচা মরিচ

বাংলা ট্রিবিউন হিলি স্থলবন্দর প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১৫:৪১

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। রবিবার একদিনেই বন্দর দিয়ে ৮৮ হাজার ৮শ’ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।


হিলি স্থলবন্দরের ক্রেতা মোস্তফা হোসেন বলেন, ‘বাজারে দেশি কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। পাশাপাশি আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দরে প্রতিদিনই মরিচের দাম কমছে। শনিবার ৯৫ টাকা কেজি দরে কিনেছিলাম। রবিবার ৮৫ থেকে ৯০ টাকায় কিনেছি।’



হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘বন্দর দিয়ে গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও